অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বুধবার থেকে নগরীতে শুরু হচ্ছে আবাসন মেলা

0
ফাইল ছবি।

৫শ কোটি টাকার ব্যবসা টার্গেট নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি বুধবার থেকে বন্দর নগরী চট্টগ্রামের ‘হোটেল রেডিসন বস্নু চিটাগং বে ভিউ’তে শুরু হবে চার দিনব্যাপী আবাসন মেলা  “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৭” ।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধনী করার কথা রয়েছে।

প্রায় ১০ হাজার ফ্ল্যাট নিয়ে ৬৬ কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করছে। মেলার ইতিমধ্যে স্টল বরাদ্দ দেয়া হয়েছে আবাসন কোম্পানিগুলো। এবারের মেলায় ৬৬টি কোম্পানির মধ্যে কো-স্পন্সর রয়েছে ২২টি কোম্পানি, সাধারণ ক্যাটাগারিতে ২৬টি কোম্পানি, বিল্ডিং নির্মাণকারী কোম্পানি অংশ নিচ্ছে ১০টি ও ব্যাংক অংশ নিচ্ছে ৮টি। মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

.

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) সুত্রে এ তথ্য জানাগেছে।

রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ বলেন, এবারের রাজনৈতিক পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। ঋণ সুবিধা নিয়ে ৮টি ব্যাংক অংশ নিচ্ছে। তাছাড়া চট্টগ্রামে ব্যবসার ভালো পরিবেশ রয়েছে। আশা করছি ব্যবসায়িদের প্রত্যাশা পূরণ হবে। ক্রেতাদের আস্থার সংকট কেটেছে এ খাতে। সরকারের সহযোগিতা পেলেই আবার ঘুরে দাঁড়াবে এ খাত।

মেলায় ৫০ টাকা প্রবেশমূল্য রাখা হয়েছে। তবে এককালীন ১০০ টাকার টিকিট দিয়ে যতবার খুশি মেলায় প্রবেশ করা যাবে।

এদিকে মেলা উপলক্ষে সোমবার চিটাগাং ক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।