অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বর্ধিত ফি আদায় বন্ধসহ বিভিন্ন দাবীতে জেলা প্রশাসককে নগর ছাত্রদলের স্বারকলিপি

2
জেলা প্রশাসকের বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম নগর শাখার নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে স্বারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা।

শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়, শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি, শিক্ষার্থীদের পরিবহন ভাড়া অর্ধেক করা, বিসিএস, মেডিকেল, বুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও এস.এস.সি-এইচ.এস.সি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা সমূহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, পরীক্ষা চলাকালীন সময় যানজট নিরসন, বাজেটে শিক্ষাখাতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্ধ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার দাবী সম্বলিত স্বারকলিপিটি আজ বুধবার সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রদান করা হয়। 

নগর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের অনুপস্থিতিতে তার পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক (রাজস্ব)।

নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, জমির উদ্দিন নাহিদ, হালিশহর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কবির, নগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান, মনোয়ার হোসেন নিশাত, মোঃ রায়হান, মোঃ হানিফ, বাপ্পি দে, কামরুল ইসলাম কুতুবী, এম.এ. আজিজ, দেলোয়ার হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ বিপ্লব সহ বিভিন্ন থানা ও কলেজ নেতৃবৃন্দ।-খবর: সংবাদ বিজ্ঞপ্তি।

২ মন্তব্য
  1. Nurul Azim Rony বলেছেন

    কোন বছরের?

  2. Rijan Chowdhury বলেছেন

    Chatro doleto sob chatrer dadar boyoser….chtrotto Ki achee Ader??