অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীর দূর্জয় জাতীয় পর্যায়ে প্রথম

0
দূর্জয় বড়ুয়া।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগীতা’ ১৬ এ পল্লী ও লোকগীতিতে প্রথম স্থান অর্জন করেছে বোয়ালখালী উপজেলার দূর্জয় বড়ুয়া। সে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী হাজারীরচর গ্রামের ব্যবসায়ী দেশপ্রিয় বড়ুয়া ও শিক্ষিকা রূপসী বড়–য়া ছোট ছেলে।

দূর্জয় পটিয়া পৌর সভার শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রছিল। বর্তমানে সে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় পল্লী ও লোকগীতিতে প্রথম স্থান অর্জন করায় গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষা পদকে ভূষিত করেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছে দূর্জয় বড়ুয়া।

এছাড়া উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরুস্কার’১৬ এ একক অভিনয়, পল্লীগীত ও নৃত্যে প্রথম হয়। ২০১৫ সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ের তবলা প্রতিযোগীতায় প্রথমস্থান অর্জন করে।

দূর্জয় বড়ুয়া জানায়, বাবা-মা ও বড় ভাই দীপ্র বড়ুয়ার প্রেরণায় তার এ সাফল্য। সে পড়ালেখার পাশাপাশি সংগীত, তবলা ও নৃত্যে নিয়মিত তালিম নিচ্ছে।