অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে শীতলপুর ষ্টীলে বিস্ফোরণ, দুই শ্রমিক অগ্নিদগ্ধ

1
 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
.

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর অটো রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত ২টার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 আহতরা হলেন  মো. লিটন (২০) পিতা নুর মোহাম্মদ ও মোঃ জাহাঙ্গীর (৩৫) উভয়েই শীতলপুর এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অগ্নিদ্বগ্ধ আহত শ্রমিকদের চিকিৎসা চলছে বিএসবি হাসপাতালে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের বগুলাবাজার অবস্থিত শীতলপুর অটো রি-রোলিং মিলস্ এ (শীতলপুর স্টিল নামে পরিচিত) রাত ২টার সময় শীতলপুর অটো রি রোলিং মিলে হঠাৎ বিকট শব্দে ভাটি বিস্ফোরন হয়।এতে পুরো এলাকা কেঁপে উঠে। মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভাটিয়ারী বি এস বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এব্যাপারে মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোন ধরনের বক্তব্য দিতে রাজী হননি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনা সর্ম্পকে বলেন, শীতলপুর রি-রোলিং মিলের মালিকরা আমাদেরকে দুর্ঘটনার বিয়ষটি জানায় নি।

এর আগে ২০১৩ সালের ৮ অক্টোবর এ কারখানার চুল্লি থেকে গলিত লোহা পড়ে তিন শ্রমিক মো. নবীউল (২৬), মো. রুবেল (২৭) এবং মো. তৌহিদ (২৭) এর শ্রমিকের শরীর ঝলসে গিয়েছিল।

১ টি মন্তব্য
  1. Aslam Habib বলেছেন

    মামলা হয়ছে