অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অবরোধ স্থগিত করে কাজে যোগ দিয়েছে আমিন জুট মিলের শ্রমিরা

0
.

বকেয়া বেতনের দাবীতে প্রায় দেড়ঘন্টা রেলপথ সড়ক পথ অবরোধের পর অবশেষে অবরোধ স্থগিত করে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা।

এক সপ্তাহের বেতন আগামী সোমবার প্রদান করা হবে মিল কর্তৃপক্ষের এ আশ্বাস পেয়ে শ্রমিকরা অাজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন।

.

বায়োজিদ থানার ওসি মো. মহসীন এ খবর নিশ্চিত করে বলেন, শ্রমিকরা অবরোধ তুলে নেয়ার পর এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রাম হাটহাজারী রেল পথ অবরোধ মুক্ত রয়েছে।

এর আগে বেলা সোয়া ৩টার দিকে আমিন জুট মিলের কয়েকশ তাদের ৬ মাসের বকেয়া মুজরী এবং ২ সপ্তাহের বেতনের দাবীতে মিলের সামনে রেল লাইন ও হাটহাজারী সড়ক অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেলা আড়াইটায় ছেড়ে আসা শহরমুখি শাটল ট্রেন বায়োজিদ ক্যান্টনমেন্ট স্টেশনে আটকা পড়ে।

.

এদিকে সড়ক অবরোধ করার কারণে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত উভয় দিকে শত শত যান বাহন আটকা পড়ে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।