অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হালিশহরে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

0
13349232_1048693908550141_891980339_n
আব্বাস পাড়া ফোম কারখানায় আগুন নিভাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: আকমল রাওহি

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার আব্বাস পাড়া এলাকায় একটি ফোম তৈরীর কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রায় ঘন্টা ব্যাপী আগুনে কারখানার মেশিন এবং কেমিক্যাল ও পুরো স্থাপনা পুড়ে গেছে। এতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন কারখানার মালিক মোহাম্মদ নয়ন।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের ডিডি মোহাম্মদ ইয়াহিয়া পাঠক ডট নিউজকে জানান, এক ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। কারখানার ভিতরে প্রচুর ধোঁয়ার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আমাদের দুই ইউনিটের ৮টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।

13348920_1048693951883470_502639362_n
আগুন জ্বলছে হালিশহর ফোম কারখানায়

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ষ্টেশনের কর্মকর্তা আবুল কালাম পাঠক ডট নিউজকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিভেছে। তবে পুরোপুরি কন্ট্রোলে আসেনি। আমরা বাইরে থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। আগুনের
তিনি জানান, সম্ভব বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
কারখানার মালিক নয়ন বলেন, অন্যের থেকে জায়গা ভাড়া নিয়ে প্রায় ৮০ লাখ টাকা খরচ করে এ ফ্যাক্টরী দিয়েছিলাম। আগুনে এখন পথে বসে গেলাম।