অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে কার্ভাডভ্যান ভর্তি ৫০ লাখ কাপড়সহ আটক ৩

0
13336298_1158352314195841_296366929_n
বন্ড সুবিধায় আনা বিপুল পরিমাণ কাপড় বিক্রির উদ্দেশ্যে নেয়া কালে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে কার্ভাড ভ্যান ভর্তি প্রায় ৫০ লাখ টাকা কাপড় জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে এসব কাপড়সহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নগরীর টেরি বাজারের পাইকারী কাপড় ব্যবসায়ি ও শাহ আমানত ট্রেডার্সের মালিক মোহাম্মদ রাসেদ (৩৬), ব্রোকার মোহাম্মদ ফারুক (৩৩) ও কার্ভাডভ্যান চালক
মোহাম্মদ ইয়াছিন (১৮)।

ককক
কাপড়সহ আটক কার্ভাডভ্যান

বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহসীন। সকালে গোপন খবরের ভিক্তিতে বায়োজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি কার্ভাডভ্যান আটক করা হয়। এর ভিতর থেকে উদ্ধার করা হয়েছে শার্ট ও গেঞ্জি তৈরীর ১১৮ রোল (৪ হাজার ৮শ ৭১ গজ) কাপড়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

ওসি মহসীন আরো জানান, শুল্কমুক্ত কাপড় আমদানীর সুবিধা নিয়ে কতিপয় আমদানীকারক বিদেশ থেকে এ সব কাপড় এনে দেশে খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে কার্ভাডখ্যানসহ কাপড়গুলো জব্দ এবং উল্লেখিত ৩ জনকে আটক করেছি।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।