অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের সেনের দোকানের মিষ্টিতে পোকা মাকড় ও মরা ইঁদুর

7

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

.

নোংরা পরিবেশ, মিষ্টির মধ্যে মরা ইদুঁর, পুরানো তেলে মিষ্টি তৈরী,মিষ্টির মধ্যে পোকাঁ-মাকড়, এসব অপরাধে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী মিষ্টি তৈরী প্রতিষ্ঠান অমলেন্দু সেন এ- সুইটস‘র কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

একইসাথে অস্বাস্থ্যকর পরিবেশ মুক্ত করে আগামী ১৫দিনের মধ্যে পরিবেশ ফিরিয়ে এনে মিষ্টি তৈরী করার নির্দেশ প্রদান করেন।

.

আজ রবিবার বিকালে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিট্রেট মোহাম্মদ রুহুল আমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে মিষ্টির কারখানার মালিক সুনির্মল সেন লিটন উপস্থিত না থাকলে ম্যানেজার মনোরঞ্জন দত্তকে এক লক্ষ টাকা জরিমানা এবং আগামী ১৫ দিনের মধ্যে কারখানায় মিষ্টি তৈরীর পরিবেশ সৃষ্টি না করলে সিলগালা করে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মডেল থানার উপ-পরিদর্শক মো.জয়নাল আবেদিন,ভুমি অফিসের নাজির মো.জামাল উদ্দিন।

নিবার্হী ম্যাজিট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন,‘আমি শুনেছি এ অমলেন্দু সেন মিষ্টি সীতাকুণ্ডের খুবই ঐতিহ্যবাহী মিষ্টি ভান্ডার।  সরেজমিনে এসে দেখলাম এরা মানুষকে মিষ্টির নামে কি খাওয়াচ্ছে। প্রাথমিকভাবে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে মিষ্টি তৈরীর পরিবেশ সৃষ্টি না করলে সিলগালা করে দেওয়া হবে। আর আমাদের এ অভিযান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে চলবে।

৭ মন্তব্য
  1. Ayaar Muhammad বলেছেন

    সেকি? এতদিন এসব ছাইপাস খেয়ে এসেছেন? বাঁশখালিতে কোয়ালিটি মিষ্টি মিলবে। আসুন।

  2. Saiful Islam Shilpi বলেছেন

    বাঁশখালিতে আমু ম্যাজিষ্ট্রেট নিয়ে বাঁশ দিমু আপনাদের.. 😛

  3. Ayaar Muhammad বলেছেন

    ওসব আমাদের গা সওয়া হয়ে গেছে! জানেন না, আমরা মানুষ মারি, সে লাশের উপর দিয়ে কয়লা বিদ্যুতের আপোস করি? তবে মিষ্টি জেনুইন, সত্যি। আপনার ম্যাজিস্ট্রটও খুশি হইয়া যাইবেন!!

  4. Saiful Islam Shilpi বলেছেন

    ওকে, রেডি থাইকেন… দেখা যাক..।

  5. Ayaar Muhammad বলেছেন

    হুকমিতে আমরা ভয় পাই না! সলিড মিষ্টিই খাওয়ামো!! লইয়া যান, ঠেঙ্গারচরে পূর্ণিমার ভরা আলোতে সুখের নিদ্রা যাইতে পারিবেন! হু!

  6. Rahul Rahul বলেছেন

    হায়রে।কপাল।কোন।দেশে।আছি
    যাদের।বিশ্বাস।করি।তারাই।দেশও।মানুষকে।ঠকাইতেছে

  7. Rahul Rahul বলেছেন

    হায়রে।কপাল।কোন।দেশে।আছি
    যাদের।বিশ্বাস।করি।তারাই।দেশও।মানুষকে।ঠকাইতেছে