অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সংবর্ধনায় সিক্ত হলেন সীতাকুণ্ডের শ্রেষ্ট শিক্ষক জাহাঙ্গীর

0
HHH
শ্রেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীরেকে ক্রেস্ট প্রদান করছেন অতিথিগণ।

কামরুল ইসলাম দুলু, চট্টগ্রাম।
সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সীতাকুন্ড টাইমস্ ডট কম এর সম্পাদক ও যুবাইদিয়া মাদ্রাসার শিক্ষক মো. জাহাঙ্গীর আলম উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত শ্রেষ্ট শিক্ষক জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান, সীতাকুন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও সাংবাদিক সবুজ শর্মা।

সীতাকুন্ড জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রেষ্ট শিক্ষককে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গত ৪ জুন সীতাকুন্ড পৌর সদরে আলিফ রেস্তোনা সন্মেলন কক্ষে

এসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ সীতাকুন্ড সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস
উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য নাছির উদ্দিন অনিক। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, যুবাইদিয়া ইসলামী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির

JJJ
শ্রেষ্ট শিক্ষক জাহাঙ্গীর ক্রেস্ট তুলে দিচ্ছেন সীতাকুণ্ডে সাংবাদিকগণ

সাধারণ সম্পাদক আবু বকর, সীতাকুন্ড প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো.মাহমুদুল হক, আলম-সফি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর ভুঁইয়া, চট্টগ্রামস্থ সীতাকুন্ড সমিতির যুগ্ন সম্পাদক কাজী আলী আকবর জাসেদ, সংবর্ধিত শ্রেষ্ট শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, হামিদউল্লা হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর নাথ, সীতাকুন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের উপদেষ্ঠা কাজী সাদেকুল ইসলাম, সীতাকুন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় সাংগঠনিক সচিব মো. খাইরুল ইসলাম,টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের আবু জাফর মো. সিদ্দিকী, সাংবাদিক কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সংস্থা সীতাকুন্ড শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রেহেনা আক্তার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইব্রাহীম খলিল, মীর মামুন, সবুজ শর্মা সাকিল,নন্দন রায়,মামুনুর রশিদ মামুন,ইমরান হোসেন,দিদারুল আলম,ক্ষুদে বিজ্ঞানী মো. মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,একজন শিক্ষককে যেখানে জনপ্রতিনিধি দ্বারা নাজেহাল হতে হচ্ছে সেখানে তৃণমূল পর্যায়ে সাংবাদিক নেতৃবৃন্দ শ্রেষ্ট শিক্ষককে সংবর্ধনা দিচ্ছে তা প্রশংসার দাবী রাখে। যেখানে গুনীজনদের সন্মান দেয়া হয়না সেখানে গুনীজন জন্মাবে না। বক্তারা সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ আরো বলেন, দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষকদের লাঞ্চনা-বঞ্চনার খবর পত্রিকায় প্রকাশ করে জাতির কাছে তুলে ধরছেন।