অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বিমান বন্দরে ৫ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ

0
ctg-airput_56291_0
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর

অবৈধভাবে আনা ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা সংস্থা। সোমবার সকালে বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ তল্লাশী করে সিগারেটগুলো জব্দ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শুল্ক কর্মকর্তারা।

কাস্টমসের সহকারী কমিশনার সোহেল রানা জানান, চলতি মাসের ২ তারিখে শারজা থেকে আসা দু’জন যাত্রীর লাগেজ থেকে ২২০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। করিম ও শামীম নামের ওই দুই যাত্রীর গ্রামের বাড়ি কক্সবাজারে।

সোমবার সকালে তারা বিমানবন্দরে লাগেজগুলো নিতে আসলে এসময় সন্দেহের ভিত্তিতে তাদের লাগেজগুলো খুলে চেক করা হয়। লাগেজের ভেতর জায়নামাযে মোড়ানো অবস্থায় সিগারেটগুলো পাওয়া যায়।

তিনি বলেন, জব্দ করা কার্টনগুলোর মধ্যে ব্যানসন ও ইজি ব্র্যান্ডের সিগারেট আছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।