অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মানুষ নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে- বেগম জিয়া

0
khaleda-zia-600x330_43286
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মানুষ নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে। চারিদিকে ভয়,শঙ্কা আর আতঙ্ক নিয়েই মানুষ এখন অনিশ্চিত জীবন-যাপন করছে। এদেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ও নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে।

খালেদা বলেন, জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে সরকার প্রতিহিংসার আক্রোশে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই নিজেরা মুক্ত হতে পারছে না। তাই প্রকৃত দুস্কৃতিকারীদের গ্রেফতারের পরিবর্তে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর এই সুযোগে জঙ্গিরা আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। তারা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

তিনি বলেন, বিদেশি হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ঈমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই ঘাতকদের অস্ত্রের আঘাত থেকে রেহাই পায়নি।

অবিলম্বে মাহমুদা খাতুন মিতু ও সুনীল গোমেজ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপি চেয়ারপরসন।