অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শিবির ভেবে চকবাজারে সেনার মিছিলে ছাত্রলীগের হামলা

14
ছাত্রলীগের হামলায় আহত ছাত্রসেনা কর্মী নুরুল্লাহ রায়হান খান।

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ছাত্রসেনা ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংর্ঘষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঘটেছিল শ্রেফ ভুল বুঝবুঝি থেকে। ছাত্রলীগ বলেছে শিবির ভেবে সেনার মিছিলে ধাওয়া দিয়েছে তারা। পরে অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

ছাত্রসেনা দাবী করেছে ছাত্রলীগের হামলায় তাদের ৮ জন নেতা কর্মী আহত হয়েছে।

জানাগেছে, গতকাল সন্ধ্যায় ফটিকছড়ির পাইন্দং এলাকায় একটি মাজারের পীরের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পীর হাফেজ মাওলানা মো. শাহ আলম নঈমী গুরুতর আহত হন।

এ হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে ইসলামী ছাত্রসেনার কমীরা মিছিল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে চকবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের হামলায় সেনার ৮ জন আহত হয়। আহতদের মধ্যে নুরুল্লাহ রায়হান খান (২৮) নামে একজনের অবস্থা গুরুত্বর বলে জানাগেছে। আহত অন্যরা হলেন- নগর (উত্তর) ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক মাসুমুর রশিদ, ছৈয়দ আবু আজিম, ফরিদুল ইসলাম, মিজানুর রহমান, ওসমান গণি, ছৈয়দ মো. খোবাইদ এবং রিদওয়ান পাপ্পু প্রমুখ।

পরে চকবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশ বলছে, ছাত্রসেনার প্রতিবাদকে ছাত্র শিবিরের মিছিল ভেবে এ হামলা চালিয়েছে চকবাজার ছাত্রলীগের নেতাকর্মীরা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মীর নুরুল হুদা  বলেন, ছাত্রসেনার নেতাকর্মীরা ফটিকছড়ির পীর সাহেবের উপর হামলা প্রতিবাদে মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের কর্মীরা তাদের শিবির ভেবে হামলা চালায়। পরে তারা ভুল বুঝতে পারে। তবে আহতদের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট থেকে ছাত্রসেনার শতাধিক নেতাকর্মী প্রতিবাদ মিছিল নিয়ে চকবাজারে গিয়ে সমাবেশ করে। এ সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল আসওয়াদ জোবাইর মোনাজাত করেন। মোনাজাত শেষে কর্মীরা তাকে গাড়িতে তুলে দেওয়ার পর নেতাকর্মীরা মতি টাওয়ারের সামনে আসলে অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে ১৫-২০ জনের একটি দল। এ সময় তারা লাঠি ও ধারালো লোহার পাত দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

*ফটিকছড়িতে নামাজরত পীরের উপর হামলা: গণপিটুনীর পর যুবক আটক

১৪ মন্তব্য
  1. M Alam Morshed বলেছেন

    জয়বাংলা

  2. Kamrul Islam Dulu বলেছেন

    ভাই ভাই কোন সমস্যা নাই

  3. Jabed Anseri বলেছেন

    সুন্দর নিউজ

  4. Ayub Ali বলেছেন

    হা হা হা হা

  5. Maksudur Rahman Khandakar বলেছেন

    হা হা হা

  6. Hasan Jahir বলেছেন

    Shibir ki Bangladesh ar Manos na?

  7. Md Kaiom Hossain বলেছেন

    কীভ।ই/কী/খভর/কীথ

  8. Saifee Anowarul Azim বলেছেন

    হা!হাহা!!হা হা হা!!!

  9. Harunar Rashid বলেছেন

    Very sad that League didn’t identity their best friends of the planet!!!!!

  10. Salim Ullah বলেছেন

    League er kaj to emon e

  11. Shahab Uddin বলেছেন

    তার মানে কেহ নিরাপদ নয়।

  12. Shoyeb Nayeem বলেছেন

    Friendly fire …..