অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ স্থগিত, ফের বিস্ফোরণ

1
.

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় চালানো ‘অপারেশন টোয়াইলাইট’ অভিযানটি আজকের মত স্থগিত ঘোষণা করা হয়েছে। আর্মি সদর দপ্তরের অপারেশন কমান্ডিং অফিসার ফজলে আজম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাড়িটিতে আটকে পড়া সাধারণ ভাড়াটিয়া ও এলাকার অন্যান্য লোকজন কারো যাতে কোন ধরণের ক্ষতি না হয়’, প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পরেই আজকের মত অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে্।

তবে বাড়িটির ভেতরে এখনো জঙ্গিরা অবস্থান করছে এবং বাইরে যথারীতি সতর্কভাবে অবস্থানরত আছেন সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার রাত থেকে চলা অভিযানে এখন পর্যন্ত কোন দুষ্কৃতিকারীকে আটক করা সম্ভব হয় নি। আতিয়া ভিলা থেকে উদ্ধারকৃতদের পাশের একটি বাড়িতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

এদিকে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং শেষ হতে না হতেই পাঠানপাড়া এলাকা আবারো বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সরেজমিনে দেখা যায়, পাঠানপাড়া মাদ্রাসার কাছাকাছি রাস্তার পাশে বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে স্থানীয় সাংবাদিক আজমল আলী সহ অন্তত ৩০ জন জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিস্ফোরণের সাথে সাথেই জায়গাটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরো পড়ুনঃ

***সিলেটে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, ২ পুলিশসহ নিহত ৪

***সিলেটের জঙ্গি আস্তানা থেকে ৫৫ জনকে উদ্ধার করেছে সেনা বাহিনী