অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে কৃষকদলের সেক্রেটারীকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

2
মো. সেলিম উদ্দিন।

এবার সীতাকুণ্ড থেকে এক কষৃক দলের নেতাকে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে আটক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তার নাম মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারী বলে জানা গেছে।

পরিবার থেকে অভিযোগ করা হয়েছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বারৈয়ার ঢালা ইউনিয়নের বৌদ্ধ পুুুকুর বাজার থেকে সীতাকুণ্ড থানার এস আই সোজা এবং এস আই মনিরের নেতৃত্বে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সেলিমকে নিয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলার বিএনপি নেতা জহিরুল আলম মধ্যরাতে পাঠক নিউজকে এ খবর নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাত ১২টা থেকে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আটক করে নিয়ে যাওয়া সেলিম উদ্দিনের ভাগিনা মসিউদদোলা ইমন রাত ১টার দিকে জানান, আমরা পরিবারের কয়েকজন সদস্য সীতাকুণ্ড থানার সামনে দাড়িয়ে আছি পুলিশ আমাদেরকে থানায় ঢুকতে দিচ্ছে না। আমার মামাকে ধরে এনে থানায় রেখেছে নাকি অন্য কোথাও নিয়ে গেছে সে ব্যাপারে পুলিশ কিছু বলছে না।

তিনি বলেন, মামার নামে ৪/৫টা রাজনৈতিক মামলা রয়েছে।

২ মন্তব্য
  1. মোঃ ইকবাল হোসাইন বলেছেন

    ২০০৭ সাল থেকেই তার সাথেই পরিচয় চট্টগ্রাম কোর্টে প্রথম দেখা তাও আবার একি মামলা,,, কি হচ্ছে এগুলা আল্লাহ ভালো যানেন

  2. Alim Uddin বলেছেন

    মঘের মুল্লুক হয়েগেছে দেশটা।