অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ল্যাপটপ বোমাতঙ্কে ভারতজুড়ে সতর্কতা জারি

1
.

সন্ত্রাসের নতুন হাতিয়ার কি হতে চলেছে ল্যাপটপ বোমা? বিশ্বজুড়ে ছড়িয়েছে এই নতুন আতঙ্ক। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, আইএস বা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলি ল্যাপটপে বোমা লাগানোর প্রযুক্তি আয়ত্ব করে ফেলেছে। বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা চেকিংয়েও ধরা পড়বে না সেই বোমা।

তাহলে ল্যাপটপ বোমা আটকানো যাবে কী করে? এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ। তাই দেশজুড়ে সতর্কতা জারি করেছে ভারত। সিআইএসএফের ডিজি ও পি সিংহ জানিয়েছেন, কীভাবে এর মোকাবিলা করা যায়, তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। পাশাপাশি, দেশের সমস্ত বিমানবন্দরে বডি স্ক্যানার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দাবি তার।

বিমানে ল্যাপটপ বহন নিষিদ্ধ করার পথে হেঁটেছে ব্রিটেন ও আমেরিকা। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ৮টি দেশের ১০টি এয়ারপোর্ট থেকে আসা যাত্রীদের সঙ্গে ল্যাপটপ থাকলে তাদের ঢুকতে দেবে না ওই দুই দেশ। ভারতও কি উড়ানে ল্যাপটপ নিষিদ্ধ করার পথে হাঁটবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

১ টি মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    আল্লাহর গজব পড়া শুরু হয়েছে???