অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনএ থেকেও ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার

11
.

বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে। নতুন চেয়ারম্যান করা হয়েছে এতদিন মহাসচিবের দায়িত্ব পালন করে আসা সেকেন্দার আলী মনিকে।

বিএনএ’র প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেনের পাঠানো এক ই-মেইল বার্তায় বুধবার (৫এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

বার্তাটিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৪এপ্রিল) রাতে রাজধানীর শ্যামলীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ’র কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তায় আরও জানানো হয়েছে, ওই সভায় বিশদ আলোচনা করে বিএনএ’র চেয়ারম্যান পদ থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে। বিএনএকে গতিশীল না করা এবং অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় একই সঙ্গে জাতীয় জোট-বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী মনিকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গণতান্ত্রিক ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, আম-জনতা পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ বেনজীর আহমেদ, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, আওয়ামী পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিজিএ’র চেয়ারম্যান এ.আর.ম জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

১১ মন্তব্য
  1. Mb Murshebul Islam বলেছেন

    পার্হন

  2. MD Sukkur বলেছেন

    বেহুদা কে জুতা পিঠা করার দরকার শালা দালাল,

  3. Tafsir Khan বলেছেন

    বেল্হদারে থাপ্পর দেয় না কেন এখনো।ফাজিল প্রতাকার

  4. Akter Hossain বলেছেন

    হি হি

  5. Taher Naeem বলেছেন

    সব জায়গায় ব্যানা!

  6. রাসেল কবির বলেছেন

    কুওার বচছার সাথে এক হগা???

  7. Farvez Khan বলেছেন

    হোগাই বাশ হাতে হারিকেন এবার হাটুন

  8. Ahmed Mostaque বলেছেন

    বেছারা বেহুদা যাবে কোথায়, এরশাদ কাকুর ৩৪ দলীয় ইসলামী মহা ঐক্যজোটে যেতে পারে

  9. Shoyeb Nayeem বলেছেন

    বিএনপি’র product-তো, বেশীদিন টিকে না ভেজালের কারণে ।

  10. AK Azad বলেছেন

    বেহুদার জায়গা কোথায় হবে না

  11. Nurul Islam বলেছেন

    শালা লাথির কাঠাল