অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ থেকে ফের চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস

0
.

অর্ধ শতাব্দীর বেশি সময় পর চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস। শনিবার সকাল ৮টায় খুলনা রেল স্টেশন থেকে মৈত্রী এক্সেপ্রেস-২ কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শুক্রবার বিকালে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ট্রেনের বগিগুলি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মিজানুর রহমান জানান, শনিবার দিল্লী থেকে এই ট্রেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিসের (দূর থেকে সংকেতের মাধ্যমে) উদ্বোধন করবেন।

খুলনা স্টেশনে শুক্রবার ৫টি বগিকে ফুল দিয়ে সাজ্জিত করা হয়েছে। স্টেশন ম্যানেজার কাজী আমিরুল ইসলাম জানান, ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে সকাল ১০টায় বেনাপোল পৌঁছাবে।

এই সার্ভিস চালু হলে দিনে দিনেই কলকাতা থেকে খুলনায় ফিরে আসা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জানা গেছে, বৃটিশ আমল থেকে খুলনা থেকে কলকাতা ট্রেন সার্ভিস ছিল। ১৯৬৫ সালে পাক–ভারত যুদ্ধের পর সেই ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায় । প্রায় ৫২ বছর পর আবার সেই ট্রেন সার্ভিস শুরু হওয়াই অনেকেই দেখেতে আসেন মৈত্রী এক্সপ্রেস-২ ট্রেনটি। সরাসরি ট্রেন করে কলকাতা যেতে পারবেন এজন্য খুলনার অনেকেই বেশ খুশি।