অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক সিদ্দিক আহমদকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ

2

চট্টগ্রামের বর্ষীয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সিদ্দিক আহমদের ভক্ত অনুরাগীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর পর বিভিন্ন সংগঠনের উদ্যোগে সিদ্দিক আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার কফিন নেয়া হয় চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনারে। সেখানে সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মরহুম সিদ্দিক আহমদের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ, রাজনৈতিক সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে সকালে জামালখান প্রেসক্লাবের সামনে জানাজা পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান।

.

রাজনীতিকদের মধ্যে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে সাধারণ সম্পাদক মো. আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী প্রমুখ।

সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিদ্দিক আহমদের মরদেহ শহীদ মিনারের সামনে নিয়ে যাওয়া হয়।
আসর নামাজের পর রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য দীর্ঘদিদন মরণব্যাধি ক্যান্সারে ভোগার পর চট্টগ্রামে প্রবীণ এ সাংবাদিক সাহিত্যিক গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে ইন্তেকাল করেন।

রাত ৩টায় এ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ চট্টগ্রামে আনা হয়।

তার মৃত্যুতে চট্টগ্রামের সংবাদপত্র এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

২ মন্তব্য
  1. Azim Aunon বলেছেন

    ইন্নালিল্লাহি…রাজিউন

  2. Bahar Uddin বলেছেন

    ইন্নালিল্লাহি…রাজিউন।