অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের পর্যটন ও উন্নয়ন কর্মকাণ্ড বহিবিশ্বে তুলে ধরতে জেলা প্রশাসকের আহবান

2
.

চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেছেন, চট্টগ্রাম অপার সম্ভবনাময় একটি জেলা। দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে এ এলাকায় পর্যটন, উন্নয়নসহ বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে লিখনীর মাধ্যমে যথাযথভাবে তুলে ধরা দরকার। আর এ কাজে সংবাদপত্র এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

জেলা প্রশাসক শনিবার দুপুরে চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল এসটিভি২৪নিউজবিডির নব নির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সামসুল আরেফিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক ইসরাত জাহান জুলি।

এতে বিশেষ অতিথি ছিলেন, সিএমপির-পুলিশ কমিশনার (গোয়েন্দা-বন্দর) মারুফ হোসেন, উপ-সহকারী পরিচালক ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগ সভাপতি হাজী নুরুজ্জামান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কর্মকর্তা এস এম আবুল বরকত আকাশ, এস কে সেলিম, শেখ ইমরান, মনির হোসেন, হারুন অর রশিদ রানা প্রমুখ।

জেলা প্রশাসক সামসুল আরেফিন ফিতা কেটে নব নির্মিত এসটিভি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ঐ ভবনে এসটিভির প্রধান সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্পাদক ইসরাত জাহান জুলি, সহ-সম্পাদক মুনমুন আহমেদ, ইব্রাহিম সাগর, শহীদুল ইসলাম চৌধুরী, একরামুল হক সোহেল, আবু ইসা বাবুল, শান্তা ইসলাম, শারমিন আক্তার রিমা, অনু মারমা, সাইফুল ইসলাম রুদ্র, শাওন আজহার, রিদুয়ান চৌধুরী, ফয়সাল সিকদার, মামুনুর রশিদ, শাফিন ইসলামসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

২ মন্তব্য
  1. Pujon Sen বলেছেন

    বন্যার পরিস্থিতি তুলে ধরলে ত্রান পাওয়া যেত!

  2. Ahmed Mostaque বলেছেন

    ঠিক বলেছেন, গতকালের চিত্রগুলিই প্রমান