অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে রিক্সা চালক আটক

0
নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এ যুবককে আটক করে পুলিশে দেয়া হয়। ছবি ফেসবুক থেকে নেয়া
নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এ যুবককে আটক করে পুলিশে দেয়া হয়। ছবি ফেসবুক থেকে নেয়া

পুলিশ সুপার বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে পুলিশ এক রিকশা চালক যুবককে আটক করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জামালখান

প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ যুবককে আটক করা হয় বলে জানান ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই বদরুদৌজা।

তিনি বলেন পাঠক নিউজকে জানান, বাবুল আক্তার স্যারের স্ত্রী হত্যার প্রতিবাদে সুশীল সমাজ আয়োজিত মানববন্ধন চলাকালে জনতা সন্দেহ জনক আচরণের কারণে এক রিকশা চালককে ধরে আমাদের দিয়েছেন।
তার কাছ থেকে দুটি চুরি একটি দামী মোবাইল ফোন পাওয়া গেছে বলে লোকজন পুলিশে জমা দেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। নাম পরিচয় এখনো বলেনি।

মানববন্ধনের লোকজন তাকে জঙ্গ বললেও আমাদের তেমন কিছু মনে হচ্ছে না। তার পরও জিজ্ঞাবাদে প্রমাণ পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।

এদিকে মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন জানান, প্যান্ট পরা হাফ কালো গেঞ্জি গায়ে এ যুবক রিকশা চালিয়ে বেশ কয়েকবার মানববন্ধনের আশে পাশে চক্রর দিলে তাকে সন্দেহজনক আটক করে পুলিশে দেয়া হয়েছে। তার কাছে কিছু পাওয়া না গেলেও রিক্সার বডির নীচ থেকে দুটি ছুরি ও মোবাইল ফোন পাওয়া গেছে।