অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৬ মায়ানমারের নাগরিক গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জুবলি রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ জুবলি রোডের ইউনাইটেড আবাসিক হোটেল এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই প্রতিবেশী দেশ মায়ানমারের নাগরিক।

তারা হলেন- মোঃ আজিজ (২২), পিতা-মৃত ইউনুছ, সাং-ফয়েজী পাড়া, থানা-মংডু, জেলা- আকিয়াব, দেশ-মায়ানমার, নুর মোস্তাফা (২০), পিতা-নুর আহম্মদ, সাং-নাসাপ্রু, থানা-মংডু, মোঃ ফারুক (১৯), পিতা-মোঃ ইদ্রিস, সাং-গজিবিল, থানা-মংডু,  মোঃ ইদ্রিস (২৫), পিতা-মৃত সুলতান, গ্রাম-নন্দাখালি, থানা-মংডু, মোঃ আলম (২৪), পিতা-মৃত নাজির হোসেন, গ্রাম+থানা+জেলা-অজ্ঞাত  মোঃ ফয়সাল (২৪), পিতা-মৃত আব্দুল আমিন, গ্রাম-শাহেদাপাড়া, থানা-মংডু, জেলা- আকিয়াব, দেশ-মায়ানমার।

মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান, গোপন খবরের ভিক্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রাতে জুবলি রোডস্থ ইউনাইটেড আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা ৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই মায়ানমারের নাগরিক এবং তারা পাসপোর্ট বিহীন অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামে এসে্টেএ হোটেলে অবস্থান নিয়েছে বলে জানায়।

এ ব্যাপারে সিএমপির কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।