অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বরুমচড়া বশরুজ্জমান স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনীর প্রস্তুতি সভা

0
.

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ২০১৮ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল (১০ মে) সন্ধ্যা ৭টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিচালনা পর্ষদের সভাপতি ও আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ছাত্র ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী মাউসুফ উদ্দিন মাসুম ও সহ-সমন্বয়কারী রুহুল আমিনের সঞ্চালনায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিয়াজ উদ্দিন চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, আজাদ শিকদার, সানাউল্লাহ চৌধুরী শিবলী, হুমায়ুন কবির চৌধুরী আনছার, সাংবাদিক নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ডাঃ বাবুল চন্দ্র শীল, বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোরশেদ হোসেন, প্রাক্তন ছাত্র সাংবাদিক ইসলাম মিয়া, সালাহ উদ্দিন সুমন, হাসান মুরাদ, বোরহান উদ্দিন, নজরুল ইসলাম দুলাল, মকবুল হোসেন শাহাদাৎ, শাহাদাতুল খায়ের চৌধুরী, ডাঃ লক্ষ্মীপদ দাশ, মেহাতাব উদ্দিন অবুঝ, মুরিদুল আলম, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম আলাল, এ.কে.এম মইনুল খায়ের খসরু, গিয়াস উদ্দিন মুন্না, মোঃ ইসহাক, আরমান আহমেদ, মোঃ মহিউদ্দিন, আতিকুর রহমান আতিক, রিদুয়ানুল হক চৌধুরী, নুর খান, মোঃ শরীফ, মহিউদ্দিন ফয়েজ, মোঃ ফারুক, জাসেদুল ইসলাম, মোঃ মনসুর, শাকেরুল আনোয়ার বকুল, মমতাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, এনাম চৌধুরী রোমন, ফয়েজ শিকদার পারভেজ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অন্যতম প্রতিষ্ঠাতা সন্তান শাহাদাতুল খায়ের চৌধুরী আহবায়ক হিসেবে আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুজ্জামানের নাম প্রস্তাব করেন এবং তা উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজনের অন্যতম সমন্বয়কারী ডাঃ লক্ষ্মীপদ দাশ সমর্থন করেন।