অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ১৮ মে শুরু হচ্ছে টেবিল টেনিস প্রতিযোগিতা

0
.

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহযোগিতায় ১৮ মে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ‘অ্যাডভোকেট গোলাম মোস্তাফা স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট’।

নগরীর রহমতগঞ্জের বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন নবীন মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবীর মেলার সভাপতি ওগোলাম মোস্তাফা স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক জামাল উদ্দিন বাবুল জানান, এই জনপ্রিয় ইনডোর গেমস টি অবহেলার কারণে প্রায় হারিয়ে যেতে বসেছে। একে আবারো জাগরিত করার প্রয়াসেটেবিল টেনিস ফেডারেশন ও সিজেকেএসর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক মানের আসরটি ১৮-২২মে পর্যন্ত এম,এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিএমনেশিয়ামে বিভিন্ন জেলার প্রায় ৬০জন তারাকা খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন বলে জানান ।

প্রতিযোগিতায় তিনটি সার্ভিস টিম সহ ৫টি জেলা শহরের প্রতিষ্ঠিত ক্রীড়া সংস্থা/ক্লাব/সংগঠনের মোট ৮টি জাতীয় মানের টিম অংশ গ্রহননিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস টিটি কমিটির চেয়ারম্যান মোঃমোরশেদ আলম চৌধুরী,২১নং ওয়ার্র্ড কাউন্সিলর সৈবাল দাশ সুমন,মরহুম অ্যাডভোকেট গোলাম মোস্তাফার স্ত্রী বেগম মোস্তফা ,ইগল’র সেলস ম্যানেজার হাবিবুর রহমান,জাতীয় টেনিস তারকা ডাঃ মানস চৌধুরী,কারিকার স্পেশাল করসপডেন্ট সাইফুল ইসলাম।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার।