অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যারা মা’কে অবহেলা করে তাদের মনে করিয়ে দেয়ার জন্যই “মা দিবস”

0
.

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে  “দেশচিন্তার“ আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মায়ের প্রতি ভালোবাসা প্রতিদিন, যার কোন তুলনা নেই। মে মাসের দ্বিতীয় রবিবার হল মা’কে স্পেশাল স্মরণ করা। যারা মায়ের প্রতি অবহেলা করে তাদের মাকে ভালবাসতে হবে তা মনে করে দেওয়া জনই এ মা দিবস।

আজ ১৪ মে রবিবার সকাল ৯টায় নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে “আলোকিত মা সম্মাননা” ও সেমিনারের আয়োজন করে দেশচিন্তা পত্রিকা।

মানবাধিকার কমিশ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন সেতারা গাফ্ফারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, নাট্যজন সজল চৌধুরী, কমান্ডার ফজল আহমদ, মহানগর যুবলীগনেতা সুমন দেবনাথ, প্রাবন্ধিক জসিম উদ্দিন মাহমুদ, কবি দীপালী ভট্টাচার্য, নারীনেত্রী রোকেয়া সুলতানা, কলামিষ্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যনেল, গীতিকার ফারুক হাসান, কবি রমজান আলী মামুন, উপস্থাপিকা দিলরুবা খানম, আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, নারীনেত্রী নিলুফান জাহান বেবী, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, কবি মেহেরুন্নেছা, আইন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি আরিফ মঈনউদ্দিন, ডাঃ আর কে রুবেল, নোমান উল্লাহ বাহার, কবি নুরুন্নাহার নিপা, প্রকৌশলী হেলাল উদ্দিন আলো, সাংবাদিক সাইফী আনওয়ার, আমিনুল হক শাহীন, মুহাম্মদ কায়ছার প্রমূখ।

অনুষ্ঠানে দেশচিন্তার সম্পাদক ইমরান সোহেলের তত্বাবধানে ও সারাবান তাহুরা তানিয়ার সঞ্চালনায় শুরুতে কুরআন তেলওয়াত করেন হাফেজ মাহবুবুর রহমান।