অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ২০০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার, কাভার্ড ভ্যান আটক

1
.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের ওয়াপদা গেইটে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মুন্না (২০) ও কফিল উদ্দিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লা জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব দল জানতে পারে মাদক ব্যবসায়ীরা ফেনী থেকে কাভার্ড ভ্যানে করে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সীতাকুণ্ড সদরের ওয়াপদা গেইটস্থ জনৈক শাহজাহান মিয়ার মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি তল্লাশী করতে থাকে।

এ সময় ফেনী থেকে চট্টগামগামী একটি  কাভার্ড ভ্যানেকে সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৫৭) তল্লাশী চালিয়ে দুজনকে আটক করে।

এবং কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ২০০ কেজি গাঁজা এবং নগদ ৪ হাজার ৪৫৪ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা বলে র‌্যাব জানায়।

১ টি মন্তব্য
  1. Ayaar Muhammad বলেছেন

    সেকি! সীতাকুণ্ড এত বড় গাঁজার মার্কেট?!