অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

5

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

পুকুরে ডুবে নিহত ৩ শিশু।

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভাঁ ফকিরের মাজার এলাকার মুছার বাপের বাড়ীতে এ  মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলো, মুছার বাপের বাড়ীর মরহুম ইসমাইলের ছেলে প্রবাসী মো. হারুনের তিন বছর বয়সী জমজ কন্যা সানাম ও সেহের এবং হারুনের ভাই দিনমজুর ফারুখের কন্যা আনজু (৩)।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, দুপুরে বাড়ীর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এসময় তিন বোন মিলে খেলছিল। এরপর তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পেছনের পুকুরে পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর জানান, তিন শিশুকে বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের জরুরী বিভাগে স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই পরিবারের ৩ শিশুর মৃত্যুর ঘটনা এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

৫ মন্তব্য
  1. AK Azad বলেছেন

    খুবিই দুঃখজনক

  2. Shamsul Huda Mintu বলেছেন

    বেদনাদায়ক।

  3. Humaun Rashid Rubel বলেছেন

    Muhammad Habib Reza

  4. Muhammod Omar Faruk বলেছেন

    এর দায় কার?বাবা মার কাজ কি?কেন শিশুগুলো এভাবে চলে গেল?পরিবারের সবাইকে এর জবাব দিতে হবে।

  5. Riponctg Ripon বলেছেন

    খুবই দুঃখজনক ঘটনা ।।।