অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের যূগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল নিহত

3
নিহত জালাল উদ্দিন সোহেল।

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বাদশা মিয়া সড়কের পাশে দাড়িয়ে থাকাবস্থায় একটি ট্রাক তাকে চাপা দেয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজি সিরাজ উল্লাহ সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসা থেকে বেরিয়ে বাদশা মিয়ার রোড়ে দাড়িয়ে থাকাবস্থায় ্একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুত্বর আহতবস্থায় তাকে মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে ২০ মিনিট পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা জালাল উদ্দিন সোহেলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা।

.

বিবৃতি দাতারা হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো: সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন মো: শহীদ, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সম্পাদক এস.কে হুদা তোতন।

বিবৃতিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন সোহেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি আল্লাহর রহমত কামনা করেন।

 

৩ মন্তব্য
  1. Saleh Biplob বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

  2. Mohammad Kaysh বলেছেন

    So sad….!!

  3. Shamsul Huda Mintu বলেছেন

    ইন্না’লিল্লাহি ওয়া’ইন্না ইলাইহি রাজিউন।