অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাকিস্তানে কুকুরের মৃত্যুদণ্ড!

2
.

শিশুকে কামড়ে দেওয়ায় কুকুরের মৃত্যুদণ্ড! পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাক্কারের কালোর এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজা সালিম এমন অদ্ভূত শাস্তি দিয়েছেন একটি কুকুরকে।

জিও টিভি-র খবর, মানবিক কারণেই তিনি কুকুরটিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন সালিম। তিনি বলেছেন, বাচ্চাটাকে কামড়ে জখম করেছে কুকুরটা। ওকে মেরে ফেলাই উচিত। কুকুরটির মালিকের বিরুদ্ধে সিভিল আদালতে মামলা চলছে। কুকুরটির রেজিস্ট্রেশন পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের এক কর্তাকে।

এদিকে কুকুরের এমন বেনজির সাজার বিরুদ্ধে অতিরিক্ত ডেপুটি কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কুকুরের মালিক। জামিল নামে ওই ব্যক্তিকে উদ্ধৃত করে পাকিস্তান চ্যানেলটি বলেছে, জখম বাচ্চার পরিবার আমার কুকুরের বিরুদ্ধে মামলা করেছিল। এর সপ্তাহের জেলও খেটেছে। এরপর মৃত্যুদণ্ডটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে! প্রিয় কুকুরের প্রাণ বাঁচাতে তিনি সব আদালতে যাবেন বলে জানিয়েছেন জামিল। সুত্রঃ এবিপি আনন্দ

২ মন্তব্য
  1. আমিন শরীফ বলেছেন

    আহারে! দুনিয়াতে কি শুরু হল

  2. Robicox Robi বলেছেন

    মন্তব্য লিখুনঃahare ki suru hoye dog re abar kiser mittu dondo.
    .
    .paglami korar jaiga painai??