অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিনিয়োগে আগ্রহী হলে সিঙ্গাপুরকে সব ধরণের সুবিধা দেয়া হবে- মেয়র নাছির

3
.

চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের সবধরনের সুযোগ সুবিধা বিদ্যমান আছে উল্লেখ্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সিঙ্গাপুর বাংলাদেশে যে কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী হলে সব ধরনের সুবিধা দেয়া হবে। দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামে বিনিয়োগ করলে অধিক সুফল পাওয়া যাবে।

তিনি আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগরভবনের সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস চেম্বার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।

এসময় সিঙ্গাপুর ব্যবসায়ী নেতৃবৃন্দ চট্টগ্রাম ও ঢাকায় কৃষি,খাদ্য,সাধারন ব্যবসা,হাসপাতাল, রিয়েল এষ্টেট, তথ্য যোগাযোগ, বিল্ডিং কন্সট্রাকশন, ইঞ্জিনিয়ারিং,অয়েল এন্ড গ্যাস,শিপ ম্যানুফেকচাররিং সহ নানাখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের পরিচালক কডি লি, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট মির্জা গোলাম সবুর, জেনারেল সেক্রেটারী মো. নাসিরুল ইসলাম মনি, সদস্য খোরশেদ আলম চৌধুরী, এমসি সদস্য আসাদ মামুন, বাবুল আকতার, বাংলাদেশ ফরেন ফুড এক্সপোর্ট এসোসিয়েশনের পরিচালক দুলাল কুমার দত্ত, কিউএন্ডকিউ ট্রেড্রিং লি. বাংলাদেশ এর পরিচালক শহিদুল আলম চৌধুরী, বিএফএফএনপি এর পরিচালক ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।

৩ মন্তব্য
  1. Ayaar Muhammad বলেছেন

    সব ধরনের সুযোগ মানে কি?

  2. Iqbal Parvez Parvez বলেছেন

    সুবিধা আমাদের দিতে বলেন ভাই
    গ্যাস নাই বিদুৎ নাই মুখে বড় বড় কথা

  3. Prashanta বলেছেন

    মন্তব্য লিখুনঃচট্রগ্রামে FLYOVER এর কোনো দরকার নাই