অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিচার শুরু

0
.

দক্ষিণ কোরিয়া থেকে ওমর ফারুক হিমেলঃ

দক্ষিণ কোরিয়ার অভিসংশিত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিরুদ্ধে দুর্নীতির দায়ে বিচার শুরু হয়েছে। মঙ্গলবার প্রকাশ্য আদালতে তুলেন মার্চে অভিশংসিত সাবেক প্রেসিডেন্টকে।

দক্ষিণ কোরিয়ার আদালত ১৮টি অভিযোগ আনেন, এর মধ্য অন্যতম ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ঘুষ।

তাছাড়া নিজের ঘনিষ্ঠ বান্ধবী চোয়ি সুন সিলের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে স্যামসংসহ দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কয়েকটি কোম্পানিকে রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে অর্থ গ্রহণ করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি।

.

আদালত পার্ক গুনহে প্রশ্ন করেন, তিনি এখন কি করেন, প্রতিউত্তরে সাবেক এই নারী প্রেসিডেন্ট বলেন, তিনি বেকার।

বিচারের সময় দুই বান্ধবী পাশাপাশি বসেন,কিন্তু একে অপরের সাথে কথা বলেননি। এই প্রথম কোরিয়ার নির্বাচিত কোন প্রেসিডেন্ট বিচারেত মুখোমুখি হয়েছেন। পূর্বে সাবেক দুই প্রেসিডেন্টের বিচার হয়েছিল, উভয়ে সামরিক বাহিনীর প্রধান ছিলেন। এই বিধানে দুর্নীতিরর মদায়ে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।