অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বর্ণাঢ্য আয়োজনে ক্যামেরা জার্নালিস্টদের ফ্যামিলী নাইট অনুষ্ঠিত

0
.

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ফ্যামিলী নাইটে বক্তারা বলেছেন, গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। তাই ঘুনে ধরা এই সমাজকে সঠিক পথে আনতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নানা অসঙ্গতি তুলে ধরে সাংবাদিকরাই পালন করেন সমাজ তথা জাতিকে পথ দেখানোর ভূমিকা।

২৩ মে মঙ্গলবার রাতে নগরীর রীমা কনভেনশন সেন্টারে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল ও সংগঠনের সাবেক সভাপতি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এম মনজুর আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর বিএনপি’র সম্পাদক আবুল হাসেম বক্কর, সোলাইমান আলম শেঠ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সম্পাদক মো: আলী, সাবেক সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক শাহনেওয়াজ রিটন, গাজী টিভির ব্যুরো প্রধান অনিন্দ টিটু, খুলশী ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, ব্যবসায়ী হাজী সাহাব উদ্দীন, সোলায়মান বাদশা, খন্দকার নুরুল ইসলাম, সাবেক পিপি কফিল উদ্দীন, সরফুদ্দিন চৌধুরী রাজু, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ প্রমুখ।

.

বক্তারা আরো বলেন, টেলিভিশন সাংবাদিকতা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। এতে যেমন ঝুকি বাড়ছে, তেমনি সমাজ বদলানোর জন্য সাংবাদিকদের ওপর মানুষের আস্থাও বাড়ছে। তাই শুদ্ধ সমাজ বিনির্মানে সাংবাদিকদের পিছপা হলে চলবেনা। পাশপাশি সংবাদকর্মীদের প্রযুক্তিবান্ধব হয়ে উঠার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছিরুল আলম, সামসুল আলম, অমিত দাস, আবু জাহেদ, দিপঙ্কর দাশ, হাসান উল্লাহ, আহাদুল ইসলাম, এমরাউল কায়েস, রনি দাশ, আজিজুল কদির, সনজীব দে, রবিউল হোসেন, আলী আকবর, সুমন গোস্বামী, মো: আলমগীর, ইসমাইল হোসেন পলাশ, রতন দাশ, বাবুন পাল, শাহরিয়ার নাজিম, আশরাফুল আলম চৌধুরী, শীতল মল্লিক, সঞ্জয় মল্লিক, বাসু দেব, আশরাদ আলী, সেলিম উল্লাহ, নুর জামাল আতিক, সাইফুল ইসলাম, নুর হাসিব ইফরাজ, পারভেজুর রহমান, সাইমুন আল মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমাইয়া ইসলাম রাইসা, মাহতাব করিম সামী, জনী বড়ুয়া, নাজমা আকতার সুইটি, জুয়েল পাল, রিফাত চৌধুরী লিজা, ইলমা, জুলি প্রমুখ।