অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রং তুলির আঁছড়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে- হিরু

4
.

আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশু কিশোরদের মেধা মননের বিকাশে চিত্রাংকন চর্চার বিকল্প নেই।কোমলমতি ছাত্রছাত্রীদের রং আর তুলির আঁছড়ে তাদের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত হবে।

শনিবার সকালে নগরীর সেন্ট প্লাসিডস স্কুল মিলনায়তনে চিত্রশিল্পী শওকত জাহান পরিচালিত স্পেশাল আর্ট স্কুলের চিত্রাংকন প্রতিযোগীতার ফলাফল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার সংগঠক ও শিশু কিশোর সংগঠন রং তুলি আসরের চেয়ারম্যান নুরুল আজিম হিরু এ কথা বলেন।

তিনি স্পেশাল আর্ট স্কুলের উন্নয়নে তার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন।

আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্পী গুরুদাস, শিল্পী ওসমান গনি বাপ্পী, শিল্পী ডেইজী ও ব্যাংকার তানিমুন হক প্রমূখ।

৪ মন্তব্য
  1. Shoyeb Nayeem বলেছেন

    রং তুলি’র চর্চা করতে করতে একদিন কেউ ভাস্কর্য গড়বে , সকলে অভিনন্দন ।

  2. Saiful Islam Shilpi বলেছেন

    রং তুলি দিয়ে কিংবা একজন শিল্পীর জীবন শুধু ভাস্কর্যের মধ্যে সীমাবদ্ধ নয়।

  3. Shoyeb Nayeem বলেছেন

    চিন্তা-জ্ঞান শক্তির সর্বোচ্চ প্রকাশ ঘটে শিল্প-সাহিত্যের চর্চার মাধ্যমে, ভাস্কর্য এসব মাধ্যম থেকেই উৎকর্ষ সাধন করে করেই আরেক ফর্মে জ্ঞানের বিকাশ ঘটাচ্ছে যুগে যুগে ।

  4. Saiful Islam Shilpi বলেছেন

    সেটা ঠিক আছে, আমি বলতে চেয়েছি শিল্পীজীবনটা শুধু ভাস্কর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা অনেক বিশাল।