অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোরা’র আঘাতে চট্টগ্রামে ৫ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত

0
.

মঙ্গলবার চট্টগ্রাম উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে জেলায় বড় ধরণের কোনও ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে, মোরার আঘাতে এ অঞ্চলে ২ হাজার ৫৯৬ কাঁচা ঘর আংশিক এবং ২ হাজার ৭৪৫টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বন্ত হয়েছে বলে বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ জানান, ঘূর্ণিঝড়ে জানমালের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও মানুষ কিংবা গবাদিপশু হতাহতের ঘটনা ঘটেনি। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকার ২ হাজার ৫৯৬টি কাঁচা ঘর আংশিক এবং ২ হাজার ৭৪৫টি বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে সমুদ্র উপকূলবর্তী বাঁধ কিংবা নদী রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্থ হয়নি বলে উল্লেখ্য করে তিনি জানান, মোরার আঘাতে সমুদ্র উপকূলবর্তী উপজেলা সন্দ্বীপ, সীতাকু-, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, মীরসরাইসহ জেলার অন্যান্য উপজেলায় সর্বমোট ১৪ হাজার ২৫০ জন মানুষ আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ্য হয়েছেন।