অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাতকানিয়ায় বন্য হাতির তান্ডবে নিহত ১, আহত ২

9
.

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির আক্রমনে মো. হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাজালিয়ায় এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-আহত হয় আবুল কালাম (৩২) ও মনজুর (১৮)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হারুন জানান, বিগত এক সপ্তাহ ধরে বন্যাহাতির পাল বাজালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। বন বিভাগের পক্ষ থেকে হাতি গুলো তাড়ানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এসব বন্য হাতির ভয়ে অনেকটা গ্রাম ছাড়া স্থানীয় বাসিন্দারা। গ্রামের বাড়িঘর ফসলাদি নষ্ট করছে হাতির পাল।

আজ সকালে গ্রামবাসি জোট বেঁধে বন্যাহাতি গুলো তাড়াতে গেলে উল্টো হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। এতে মো. হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।

৯ মন্তব্য
  1. Michir Ali বলেছেন

    বাজালিয়ায় হাতি কেমনে? Samiul Karim

  2. Md Mahabul বলেছেন

    md.mabul

  3. Norul Amin বলেছেন

    Kon garame

  4. Homayun Kabir বলেছেন

    ইচ্ছে হাতীগুলোকে গলা টিপে ধরতে

  5. Md Jahirul Islam বলেছেন

    Awami Proshashon

  6. Md Maruf Hasan বলেছেন

    nc

  7. mostafa বলেছেন

    আসলে পাহারী এলাকায় ভালল নিরাপক্তা দরকার

  8. Md Salim বলেছেন

    আমদের দেশের আইন দেক। হাতি মারলে হবে নাকি জেল।আর হাতি মানুষ মারলে তার কোন বিচার নাই।এটা কেমন। আরে মানুষ বেঁচে না তাকলে কি জন্য এ আইন।

  9. ইব্রাহীম ইকরাম বলেছেন

    মন্তব্য লিখুনঃসরকার এই ব্যপারে কোনো ব্যবস্হা নিতেছেনা কেন সরকারের কাছ থেকে আমরা জানতে চায়।আর প্রতিটা পরেস্ট অফিসের কর্মকর্তারা যতসব দুর্নিতী নিয়ে ব্যস্ত এই বিষয়ে তাদের কোনো উদ্দেগ নাই।জনগনকে কোনো সহযোগীতা করেনা।