অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৭ মামলায় জীবন বীমা কর্মকর্তার ১৭ বছর কারাদণ্ড

0
.

প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের এক কর্মকর্তাকে সাতটি পৃথক মামলায় ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন আজ রবিবার এ রায় দেন।

দন্ডিত রফিক আহমেদ চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেলস)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রফিক আহমেদ জীবন বীমা কর্পোরেশনে কর্মরত থাকাকালে ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে গ্রাহকের মোট ছয় লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে নিজে আত্মসাত করেন।

এনিয়ে সাতজন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের পৃথক সাতটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রফিক আহমদ নামে এ বীমা কর্মকর্তাকে পাঁচ মামলার প্রত্যেকটিতে তিন বছর করে ১৫ বছর  এবং অপর দুটি মামলার এক বছর করে দুই বছর মোট ১৭ বছরের কারাদণ্ড  দেন।