অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুদ্ধকালীন কমান্ডার ফরিদ খান বাঘা’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

4
রাষ্ট্রিয় মর্যদায় দাফনের পূর্বে গার্ড অব অনার প্রধান করছেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাস্থ ১২নং ওয়ার্ড সরাই পাড়াস্থ যুদ্ধকালিন কমান্ডার, পাহাড়তলী বনিক সমিতির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ খান বাঘা’র রাষ্ট্রিয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে।

আজ ৪ জুন রবিবার বাদ জোহর পাহাড়তলী হাজী ক্যাম্প জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজী ক্যাম্প মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বীরমুক্তিযোদ্ধা ফরিদ খান বাঘা।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে সরকারের পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান বিন আলী ও পুলিশ প্রশাসনের পক্ষে হাবিলদার মনিরুদ্দিন নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সি.এন.সি (স্পেশাল), ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলার ডেপুটি কমান্ডার সরোয়ার কামাল দুলু, মহানগর সহকারী কমান্ডার আবুল কাসেম, ভারপ্রাপ্ত মেয়র নিছার আহমদ মঞ্জু, খুলশী থানা কমান্ডার মুহাম্মদ ইউসুপ, আকবর শাহ থানা ডেপুটি কমান্ডার নুর উদ্দিন, সদরঘাট থানা কমান্ডার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কমান্ডার হাজী জাফর আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, পাহাড়তলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম, ওয়ার্ড কাউন্সিলর ছাবের সওদাগর, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমীর হুমায়ুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ, পাহাড়তলী চাউল বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ সহ অসংখ্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৩ জুন) বিকালে নগরীর মেহেদীবাগস্থ মেক্স হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন (ইন্না… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, জামাতা সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সুচনা লগ্নে অবাঙ্গালীরা পাহাড়তলী এলাকায় নিরিহ বাঙ্গালীদের উপর যখন অমানষিক হত্যা লিলা শুরু করে তখন বীরদর্পে এই মহান ব্যক্তি ফরিদ খান বাঘা প্রথম প্রতিরোধ গড়ে তুলেন। পরবর্তীতে পাকিস্তানী সরকার তাঁকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারলে তখনকার সময়ে ১১ হাজার টাকা পত্রিকা ও রেডিও এর মাধ্যমে পুরস্কার ঘোষণা করে।

পরবর্তীতে তিনি ভারতের চাকলিয়া ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে গ্রুপ কমান্ডার হিসেবে (গ্রুপ নং-৯৬) বাংলাদেশে গ্রুপ নিয়ে প্রবেশ করে চট্টগ্রাম শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন।

বিএনপি নেতৃবৃন্দের শোকঃ পাহাড়তলী সরাই পাড়ার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদ খান প্রকাশ বাঘা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো: সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন মো: শহীদ, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সম্পাদক এস.কে হুদা তোতন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি মুক্তিযোদ্ধা ফরিদ খান প্রঃ বাঘা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি আল্লাহর রহমত কামনা করেন।

৪ মন্তব্য
  1. Iqbal Rafi বলেছেন

    নিশ্চয় আম্লিগ করত। না হলে রাষ্ট্রীয় মর্যাদা পাবার কথা না।

  2. Saiful Islam Shilpi বলেছেন

    ভাই, নিউজ না পড়ে মন্তব্য করাটা ঠিক না। উনি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

    1. Iqbal Rafi বলেছেন

      দুঃখিত। সেই সাথে বিস্মিত!

    2. Saiful Islam Shilpi বলেছেন

      মুক্তিযুদ্ধে ওনার যে অবদান, তা লীগের চৌদ্দগুষ্টি চাইলেও মুছতে পারবে না।