অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিকের মা খুনের মামলায় ৫ জনের ফাঁসির রায়

0
.

মানিকগঞ্জে সাংবাদিকের মা হত্যা মামলায় ৫ জনের ফাঁসি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুর কবির এই রায় দেন। এসময় ৫ আসামির মধ্যে ৩ জন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইছাক ভূইয়া (৪০), ইমান আলী (৪৫), বাচ্চু (৪৫), শহিদুল ইসলাম (৪০) ও নান্নু মিয়া (২৪)। আসামিদের বাড়ি মানিকগঞ্জ সদর, সিংগাইর ও আশুলিয়া উপজেলায়।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ আগস্ট রাত ২টায় সিংগাইর মধ্যপাড়া এলাকায় আসামিরা উমা চক্রবর্ত্তীর বসতঘরে প্রবেশ করে তাকে খুন করে মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত উমা চক্রবর্ত্তী ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্ত্তীর মা। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মথুর নাথ সরকার। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিপ্রা রাণী সাহা।