অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে অগ্নিকান্ডে সাড়ে ১২ হাজার মুরগি ভস্মিভূত

0
rangamati pic03_69534
আগুনে পুড়ে যাওয়া মুরগির খামার। ফাইল ছবি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মুরগির খামারে আগুন লেগে সাড়ে ১২ হাজার মুরগির পুড়ে মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার কধুরখীলের নাজিরাখালীর ব্রিজ সংলগ্ন শাহাদাতের মুরগির ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুমের অপারেটর বিশাল বড়ুয়া জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কধুরখীলের নাজিরাখালী অবস্থিত শাহাদাতের মুরগীর ফার্মে আগুন লাগে খবর পেয়ে বোয়ালখালি ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে গেছে ৩ হাজার মুরগি। এতে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে বোয়ালখালী পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান জানান, কধুরখীলের নাজিরাখালীর ব্রিজ সংলগ্ন শাহাদাতের মুরগির ফার্মে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় সাড়ে ১২হাজার ডিম পাড়া মুরগি পুড়ে গেছে। ফার্মে কেউ না থাকায় অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে তা এই মূর্হুতে বলা যাচ্ছে না। হাজার দুয়েক মুরগি বাঁচানো গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানান তিনি।