অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত

0
হরতাল চলাকালে খাগড়াছড়ি শহর।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে তিন পার্বত্য জেলায় আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শাহাজাৎ ফরাজি সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং লংগদুতে সাধারণ নিরীহ বাঙালিদের উদ্দেশ্যমূলকভাবে গণগ্রেফতার বন্ধসহ গ্রেফতারকৃত সকল বাঙালির নিঃশর্ত মুক্তির দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে।

হরতালে দিনভর যানবাহন, গণ পরিবহণ, ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ ছিল।

রাঙামাটিতে হরতাল চলাকালে দৃশ্য।

এদিকে রাঙ্গামাটিতে যুবলীগ নেতাসহ দু’জন বাঙ্গালিকে হত্যার প্রতিবাদে বান্দরবানে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হয়েছে।  হরতাল চলাকালে পুলিশ পার্বত্য নাগরিক পরিষদ নেতা নূরুল আমীনকে (৩৪) আটক করেছে।

রবিবার (১১ জুন) বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদসহ বাঙ্গালি সংগঠনগুলোর নেতাকর্মীরা ভোর থেকেই হরতাল কর্মসুচি সফল করতে বান্দরবান চট্টগ্রাম সড়কগুলোতে অবস্থান নেয়।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানিয়েছেন, হরতালের কারণে বান্দরবান-ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ সবগুলো রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস আদালত খোলা ছিল। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার স্বতঃফূর্তভাবে হরতাল পালন করায় পার্বত্য চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানান সংগঠনের নেতারা।