অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ব্যবসায়িকে অপহরণের দায়ে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আটক

1
অস্ত্রসহ আটক ইউপি চেয়ারম্যান শামসুল আলম।

চট্টগ্রাম মহানগরীতে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ ১০ সহযোগিকে আটক এবং অপহৃত ব্যবসায়ি নূরুন্নবী (৪১)কে করেছে পুলিশ।  এসময় ২টি শটগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার (১২ জুন) দিবাগত রাতে নগরীর নন্দনকাননে আরএফ পুলিশ প্লাজা থেকে তাদের আটক করা হয়। আটক চেয়ারম্যান শামসুল আলমসহ (৩৫) বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় আওয়ামী লীগ নেতা।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান জানান, সোমবার (১২ জুন) সন্ধ্যার দিকে পাহাড়তলী  এলাকার বাসা থেকে অস্ত্রের মুখে ব্যবসায়ী মো. নূরুন্নবীকে অপহরণ করে শামসুল ও তার সহযোগীরা। পরে পুলিশকে জানানো হলে পাহাড়তলী ও কোতোয়ালী থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। রাত ৩টার দিকে নগরীর নন্দনকানস্থ পুলিশ প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার এবং চেয়ারম্যান শামসুলসহ ১০ জনকে  আটক করে।

১ টি মন্তব্য
  1. Interesting !
    পুলিশ প্লাজা !