অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোগলটুলীতে তুচ্ছ ঘটনায় মাছ কাদের বাহিনীর তান্ডব

9
.

নগরীর ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের (মাছ কাদের) নেতৃত্বে এলাকার আলী মোহাম্মদ মেম্বারের বাড়িতে হামলা  চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

হামলায় পরিবারের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-আলী মেম্বার (৬৩), মো. আকবর (৫০) ও রাজিয়া সুলতানা (৫০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

.

ঘটনার সত্যতা স্বীকার করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, মামলার প্রস্ততি চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে ইফতার সামগ্রী কিনে গলির মুখে জড়ো হয়ে থাকা কয়েকজন যুবককে সরিয়ে আলী মোহাম্মদ মেম্বারের ছেলে আলী হোসেন রনি বাসায় ফিরছিলেন। এ সময়ে এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু ও তার সাঙ্গপাঙ্গরা রনির ওপর চড়াও হয়। পরে আলী মেম্বারের মধ্যস্থতায় ঘটনার মিমাংসা হলে তিনি ছেলেকে নিয়ে বাসায় চলে আসেন। কিন্তু ইফতারের পর পরই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের (মাছ কাদের) তার শ দুয়েক অনুসারীকে নিয়ে আলী মেম্বারের বাড়িতে হামলা চালায়। এতে আলী মেম্বার, রাজিয়া সুলতানা ও আকবরের মাথা ফেটে যায়। হামলাকারীরা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।

রাতে কাউন্সিলর আবদুল কাদের তারাবির পরে এসে পরিবারের লোকজনের রক্ত দিয়ে গোসল করবেন বলেও শাসিয়ে গিয়েছেন বলে বাড়ির লোকজন অভিযোগ করেন।

এ ব্যাপারে কাউন্সিলর কাদেরকে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। এলাকায় দুপক্ষের মধ্যে পাথর মারামারির ঘটনার কথা শুনেছি।

৯ মন্তব্য
  1. Ali Akkas বলেছেন

    এ রমজানেও তাদের তান্ডব কমেনী!

  2. Abdul Ahad Joy বলেছেন

    এসব ঘটনা দেশের জন্য ও দলের জন্য অনেক খারাপ?

  3. Alim Uddin বলেছেন

    রমজানের সম্মানের খবর কি এরা রাখে????

  4. Hamidul Azam বলেছেন

    very sad

  5. Monsur Ahmed Mohan বলেছেন

    ভুয়া খবর…কোন জায়গার সাংঘাতিক আপনি?

  6. Saiful Islam Shilpi বলেছেন

    ঠিক বলেছেন, আপনের মত (হাইব্রিট বিএনপিরা) যখন আওয়ামী সন্ত্রাসীর পক্ষে গিয়ে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর কে ভূয়া খবর বলেন তখনতো আমি ভুয়া সাংবাদিকই হয়ে যাই।

    1. Monsur Ahmed Mohan বলেছেন

      নিজেকে কিসের জোরে সাংবাদিক দাবি করেন?ভুয়া নয়তো কি?সব ভুয়া খবর নিয়ে গুরা তোমার কাম,ভালো হয়েজান এখনো সময় আছে।।।

  7. Monsur Ahmed Mohan বলেছেন

    আপনারে সি,টি,গেট ডুকার টিকেট কে দিছে…

  8. A.T. M Toha বলেছেন

    মাছ কাদের না বলে জাল্লা কাদের বললে ক্ষতি কী ?