অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বহিঃনোঙ্গরের ডুবে গেছে ইঞ্জিন বোট, ৩ জেলে উদ্ধার

0

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের ইঞ্জিন চালিত কাঠের বোট ডুবে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে বহিঃনোঙ্গরের নরমানস পয়েন্ট এলাকায় বোটটি ডুবে যায়। এসময় কোস্টগার্ডের একটি টহল জাহাজ ডুবে যাওয়া ৩ সদস্যকে উদ্ধার করেছে।
তারা হলেন- মোঃ ওয়াহিদুল ইসলাম, (৩০), পিতা-ওসমানগনি, মোঃ শাহিন, (২৫), পিতা-মোঃ ইউনুস, কক্সবাজার, মোঃ আব্দুস সবুর, (২৮), পিতা-আব্দুস শুকুর। তাদের ৩ জনের বাড়ি কক্সবাজার।

কোস্টগার্ড (পূর্বজোন) স্টাফ অফিসার (অপারেশান্স) লেঃ কমান্ডার ডিকসন চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালের দিকে সাগরে প্রচন্ড ঢেউয়ের তোড়ে তলা ফেলে কাঠের তৈরী ফিশিং বোটটি ডুবে যায়। খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ তানভীর ঘটনা স্থলে গিয়ে বোটের ৩ সদস্যকে জীবিত উদ্ধার করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলার পর কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।