অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়োজিদে ৪টি ফোম কারখানা পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0
.

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বিসিক শিল্প এলাকার আগুনে পুড়ে গেছে চারটি ফোম কারখানা। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৪টি গাড়ি পৌনে ২ ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশান্ত বড়ুয়া এ খবর নিশ্চিত করে বলেন- সন্ধ্যার দিকে বায়োজিদ বোস্তামীর চা চা বোর্ডের পিছনে বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফোম কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে আমাদের আগ্রাবাদ বায়োজিদসহ ৩টি স্টেশন থেকে ১০ গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এখনো ফায়ার সাভিস কাজ করছে। ভয়াবহ আগুনে মো মহসিন, আব্দুল কাদেরের মালিকানাধীনসহ ৩টি এবং এম এস ফেব্রিক্স নামে ৪টি কারখানা পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সুত্রপাত জানা যায়নি। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ২ কোটি ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা হয়েছে।