অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে ২৯৫ কোটি ২০লক্ষ টাকার বাজেট ঘোষণা

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ অর্থ বছরের ২৯৫ কোটি ২০লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ২ কোটি টাকা। যা মোট বাজেটের ০.৬৮ শতাংশ।

শনিবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ২৯ তম সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।

ঘোষিত বাজেটে ২৭৪কোটি ৭০ লক্ষ টাকা মঞ্জুরী কমিশন থেকে অনুদান ও ২০কোটি ৫০লক্ষ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় প্রাপ্তি হিসেবে দেখানো হয়েছে। ফলে ঘাটতি কোন বাজেট রাখা হয় নি। ২০১৬-১৭ সংশোধিত বাজেটের আকার ছিল ২৭৭কোটি
৪৫ লক্ষ।
এদিকে ২০১৭ -১৮ অর্থ বছরে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়ে বেতন-ভাতা বাবদ খাতে। এ খাতে আগামী অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ১৯১কোটি ৮০ লক্ষ টাকা। যা মোট বাজেটের শতকরা ৬৪.৯৭ ভাগ। পেনশন মঞ্জুরী হিসেবে বরাদ্দ রাখা হয়েছে
৫২ কোটি ৪৫ লক্ষ।

এদিকে সিনেটের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান, সিনেট সদস্য ও সাংসদ সদস্য ড. মঈনউদ্দিন খান বাদল, মহিলা সাংসদ ওয়াসেকা আয়েশা খান
প্রমুখ।