অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছয়জনের ফাঁসির রায় বহাল

0
1465963940
নিহত আহসান উল্লাহ মাষ্টার।

গাজীপুরের আওয়ামী লীগ নেতা সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের ফাঁসির আদেশ এবং আটজনের যাবজ্জীবন বহাল রেখেছেন আদালত। এছাড়াও আসামিদের ১১ জনকে খালাস দেয়া হয়েছে, দুজন মারা যাওয়ায় তাদের ব্যাপারে কোনো আদেশ আসেনি এবং একজন আপিলই করেননি।

বুধবার (১৫ জুন) দুপুরে বহুল আলোচিত এ হত্যা মামলার আপিলের রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ।

চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার এক দশক পেরিয়ে গেল আপিলে। রায় শুনতে উচ্চ আদালত চত্বরে সকাল থেকেই স্বজন ও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লেগে ছিল। আপিলের রায় শুনতে আদালত চত্ত্বরে অপেক্ষা করছেন ছেলে জাহিদ আহসান রাসেল এমপিসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্বজনরা।

বিচারিক আদালতের রায় ঘোষণা হয়েছে ২০০৫ সালে। এরপর মামলাটি জেল আপিল ও নিয়মিত আপিলের জন্য হাইকোর্টে চলে আসে। আওয়ামী লীগের তুখোড় এ নেতার হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিলের উপর হাইকোর্টে শুনানি হয়।