অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বহিঃনোঙ্গরে দুই লাইটারেজ জাহাজের সংঘর্ষঃ ১২ জন জেলে উদ্ধার

0
উদ্ধার হওয়া ১২ জেলে।

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের সী-বীচ এলাকায় দুটি লাইরেজ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তলা ফুটো হয়ে একটি জাহাজ ডুবে যাওয়ার সময় এমভি পান্তর নামে একটি লাইটার জাহাজকে টেনে উপকূলে এনেছে এবং জাহাজটির ১২ জন জেলে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ রবিবার (১৮ জুন) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লেঃ কমান্ডার শেখ ফখরউদ্দিন।

উদ্ধারকৃত জেলেরা হলেন-মোঃ হাসিবুর রহমান, (৩০), মোঃ শাহিন, (২০), মোঃ আলামিন খান (২৫),, মো. সাদ্দাম, (২৮), মোঃ হাসান সিকদার, মোঃ সাইফুল, (২৮), মোঃ মনির, (৩২), মোঃ নজরুল ইসলাম, (৩৫), মোঃ রাশেদ, (৩৪), মোঃ মনিরুল ইসলাম, (২১), মোঃ শহিদুল, (৩২), মোঃ তহিদুল শেখ , (৪০),

লেঃ কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, লাইটার জাহাজ এমভি পান্তর এর সাথে লাইটার জাহাজ সিটি-২২ এর সংঘর্ষ হয়। এ সময় এমভি পান্তরের সামনের বাম পার্শ্বের ওয়াটার লেভেলের উপরে ফেঁটে যায় এবং পানি ঢুকতে ডুবতে থাকে।

কোস্টগার্ড খবর পেয়ে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ তানভীর হাই স্পিড বোট (মেটালশার্ক-২)কে ঘটনা স্থলে প্রেরণ করে এমভি পান্তর হতে ১২ জন ক্রুকে জীবিত উদ্ধার এবং ডুবে যাওয়া থেকে জাহাজটিকে করে করেছে।