অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“বোস ব্রাদার্স” আমাদের কি খাওয়াচ্ছে ?

3
অভিযানকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পঁচা দুর্গন্ধযুক্ত নোংরা মিষ্টি ড্রেনে ফেলে দেয়া হয়।

বাসী মিষ্টি, অস্বাস্থ্যকর ময়লা ও দুর্গন্ধ পরিবেশ, মিষ্টি ও রসমালাই এর উপর তেলাপোকা, মশা-মাছি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং রাখার দায়ে নগরীর প্রসিদ্ধ মিষ্টি বিপনী “বোস ব্রাদার্স” এর মালিককে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার, দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ জরিমানা করেন। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার নগরীতে পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

.

অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী বোস ব্রাদার্স-এ অভিযান চালিয়ে দেখতে পাই অস্বাস্থ্যকর ময়লা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী ছাড়াও পঁচাবাসি মিষ্টি রাখা হয়েছে দোকানে। এসব অপরাধে ৫০ হাজারটাকা জরিমানা করা হয়েছে দোকানের মালিককে।

অভিযানকালে স্যানিটারী ইন্সপেক্টর সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

৩ মন্তব্য
  1. Emdadul Islam Rubel বলেছেন

    শালারা বিশেষন লাগায় ঐতিহ্যবাহী বোব ব্রাদার্স। ওয়াক থু।

  2. Bahar Uddin বলেছেন

    কেন মিষ্টি খাওয়াচ্ছে। বোস ব্রাদার্সের মিষ্টি কত তৃপ্তি সহকারে খান মানুষ।

  3. Debasish. বলেছেন

    Bhaijan amake ektu bolun kon brothers er misti bhalo tar misti Khele in future wak tuh korte hobe na ?