অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আবুল খায়ের গ্রুপকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

6
.

বিএসটিআই এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য (চানাচুর, দুধ, জুস) উৎপাদনের অভিযোগে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ চট্টগ্রাম এলাকায় আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠানে র‌্যাব-৭ এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাবের সিনিয়র অফিসার লেঃ কমান্ডার আশেকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

.

তিনি জানান, অবৈধভাবে বিএসটিআই’র অনুমোদনবিহীন নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় রোধকল্পে র‌্যাব প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষকে এধরনের বিপদ থেকে মুক্ত করে ব্যপক প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মহানগরীর চট্টগ্রাম মহানগরীর ২৪৫/২৭৯ বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ চট্টগ্রাম এলাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে বিএসটিআই এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য (চানাচুর, দুধ, জুস) উৎপাদন করে বিক্রয় করছে “আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানী” ।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং বিএসটিআই, ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুলের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অধ্যাদেশ (৩৭) ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ১৯ ধারা ও ভোক্তা অধিকার আইনের-৫২ ধারা মোতাবেক “আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানী” এর সার্বিক ম্যানেজার মোঃ নজরুল ইসলমকে ২ লাখ ইনচার্জ কনডেন্টস মিল্ক এন্ড জুস এফএম আহম্মেদ আলীকে ১ লাখ ৫০ হাজার ও প্রোডাকশন ম্যানেজার মোঃ বকুল মিয়াবে ১ লাখ ৫০ হাজার টাকাসহ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

৬ মন্তব্য
  1. Rashadul Alam বলেছেন

    সাইফুল ভাই,আবুল খায়ের গ্রুপে যে সোনাইছড়ি তে কয়েক মাইল পাহাড় কাটা নিয়ে একটা নিউজ করা একান্ত প্রয়োজন

  2. Alamgir Sabuj বলেছেন

    আর কোন পত্রিকা নিউজ দিলনা!!!

    1. Saiful Islam Shilpi বলেছেন

      হা হা হা.. দেয়ার কথাও না..কেন সেটাতো তুমি ভালোই জানো।

    2. Alamgir Sabuj বলেছেন

      ফুটেজ পেলে আমি ট্রাই করতান

  3. shanto chele md mohsin mia বলেছেন

    মন্তব্য লিখুনঃ
    জনগণ এর স্বার্থে এমন কঠিন জরিমানা
    ঠিক হয়েছে।সচেতন হোক সবাই

  4. Jewel Barua বলেছেন

    তাহলে শেষ পযর্ন্ত বড় ধরণের কোন ভেজালের কারিগরকে প্রশাসন সাহসীকতা দেখিয়ে জড়িমানা করলো বটে।