অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে দু’ব্যবসায়ী ও এক চালককে ১৬হাজার টাকা জরিমানা

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

20160615_153534
বোয়ালখালিতে ভ্রাম্যমান অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য সেমাই, হালিম, ফিরনি ধ্বংস করা হয়।

চট্টগ্রামে বোয়ালখালীতে দুই ব্যবসায়ী ও একচালককে ১৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মেয়াদ উত্তীর্ণ ৬শত ৫৩ প্যাকেট হালিম মিক্স, পায়েস, ফিরনি ও সেমাই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর দায়ে একচালককে ১হাজার টাকা জরিমানা করেন এ আদালত।

বুধবার (১৫জুন) বিকেলে উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া আকতার সুইটি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ২০০৯এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ী ১০হাজার ও অন্যজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এ সময় বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মিজান আদালতকে সহযোগিতা করেন।