অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়ক সরকারের অধিনে নির্বাচন হওয়া জরুরী

0
.

হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়ক সরকারের অধিনে নির্বাচন হওয়া জরুরী বলে মন্তব্য করেছেন দেশে বরণ্য বুদ্ধিজীবিরা।

আজ শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে দেশবরেণ্য বুদ্ধিজীবীদের ইফতার ও মতবিনিময় সভায় তারা এ  বক্তরা এ মন্তব্য করে বলেছেন-দেশ আজ গণতন্ত্রহীন। মানুষের সকল মৌলিক অধিকার আজ ভুলুন্ঠিত। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা অত্যন্ত জরুরী বলে তারা মত দেন। এ লক্ষ্যে সহায়ক সরকারের অধিনে একটা নির্বাচন হওয়া জরুরী।

এতে আলোচনায় অংম নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদূর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ডঃ এমাজ উদ্দিন আহমদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজ চিন্তক ও কবি ফরহাদ মযহার, মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিম, মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহী আকবর, কর্ণেল ( অবঃ) আইউব আলী, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুল লতিফ মাসুম, সাবেক সচিব সোলায়মান চৌধুরী, কলামিষ্ট ইকতিদার আহমেদ, সাংবাদিক রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান, মুজিবুর রহমান মঞ্জু, শহিদুল ইসলাম, প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন, প্রফেসর ডাঃ আনোয়ারুল আজিম, ডাঃ ওয়ালি উল্লাহ, ডাঃ জিয়াদ খান, প্রফেসর সুকোমল বড়ুয়া, প্রফেসর মামুন আহমেদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, মানবাধিকার সংগঠক আদিলুর রহমান শুভ্র ও ফরিদা আক্তার, রাজনীতিক শাহদাত হোসেন সেলিম, শহীদুল ইসলাম বাবুল, শেখ শামীম উপস্থিত ছিলেন।